হোম > মতামত > সম্পাদকীয়

চীনের জাতীয় জাদুঘর

সম্পাদকীয়

ছবি: সংগৃহীত

চীনের বেইজিং শহরের তিয়েনআনমেন স্কয়ারের পূর্ব দিকে যে জাতীয় জাদুঘরটি রয়েছে, তা আধুনিককালে যাত্রা শুরু করলেও এর পেছনে জড়িয়ে আছে ১১৩ বছরের ইতিহাস। চীনের এই জাতীয় জাদুঘরের সূচনা ঘটে দুটি আলাদা প্রতিষ্ঠানের মাধ্যমে—ন্যাশনাল মিউজিয়াম অব চায়নিজ হিস্টোরি ও মিউজিয়াম অব দ্য চায়নিজ রেভল্যুশন। প্রাচীন চীনা ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের জন্য ন্যাশনাল মিউজিয়াম অব চায়নিজ হিস্টোরি প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে। যদিও এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৫৯ সালে। আর চীনের আধুনিক ইতিহাস তুলে ধরার জন্য ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় মিউজিয়াম অব দ্য চায়নিজ রেভল্যুশন। এই দুটি প্রতিষ্ঠান একত্র হয়ে ২০০৩ সালে বর্তমান জাতীয় জাদুঘরটি গড়ে ওঠে। মজার ব্যাপার হলো, একই ভবনের দুই প্রান্তে আগের দুটি ভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম চালু ছিল। দুটি এক হয়েছে মাত্র ২২ বছর আগে।

বুদ্ধিজীবী হত্যা: দুর্ভাগ্যজনক সব বক্তব্য

কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে

ধরা হোক হামলাকারীদের

সিঁদুরে মেঘের ভয় নয় অমূলক

আইনাঙ্গনে এআইয়ের ব্যবহার ও এর সীমাবদ্ধতা

কী ভয়ংকর!

ওসমান হাদির পরিচিতি অনেকাংশে ম্লান করেছে সহিংসতা

রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট: রাশিয়া ও বাংলাদেশের কৌশলগত অংশীদারত্ব

শান্তি এখন খুব প্রয়োজন

শান্ত হোন