হোম > জাতীয়

রোহিঙ্গাদের ফেরার পরিবেশ এখনো তৈরি হয়নি: যুক্তরাষ্ট্র 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মত পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র। নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৃহস্পতিবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

বাংলাদেশে চার দিনের সফরে আসা উজরা জেয়া বুধবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির সরেজমিন পরিদর্শন করেন। সেখানে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন।

বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের ‘জেনেবুঝে, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায়’ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য পরিবেশ তৈরির যে চেষ্টা চলছে, তা সমর্থন করে। তবে তেমন পরিবেশ এখনো তৈরি হয়নি।

উজরা জেয়া বলেন, যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও মিয়ানমারে অবস্থিত একই সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরও ৭ কোটি ৪০ লাখ ডলার দেবে। এই ৭ কোটি ৪০ লাখ ডলার ২০১৭ সাল থেকে এ পর্যন্ত দেওয়া ২১০ কোটি ডলারের অতিরিক্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে উজরা জেয়ার বৃহস্পতিবারের বৈঠকগুলোয় বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সংকট অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তোলা হয়।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব মার্কিন এই কর্মকর্তাকে জানান, আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ বিপদে আছে। তাদের অনেকে খুনোখুনি, মানবপাচার ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। কক্সবাজারে বছরের পর বছর তাদের অবস্থান আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব রাখাইনে ফেরত পাঠানো দরকার।

পররাষ্ট্রসচিব প্রেস ব্রিফিংয়ে বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বেশি জোর দিচ্ছে। 

চীনের মাধ্যমে ত্রিপক্ষীয় ব্যবস্থায় পরীক্ষামূলকভাবে অল্পসংখ্যক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর যে চেষ্টা চলছে, সে বিষয়ে মার্কিন এই কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী