ঈদুল আজহার আগের দুই দিনে ঢাকা ছেড়েছে ৫০ লাখ ৪৭ হাজার মোবাইল সিম। আর গত ঈদুল ফিতরের আগের দুই দিনে ঢাকা ছেড়েছিল ২৯ লাখ ৯২৩টি সিম। সে হিসাবে গত ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় ২০ লাখ বেশি সিম ঢাকা ছেড়েছে।
আর গত দুই দিনে ঢাকায় প্রবেশ করেছে ১৫ লাখ সিম। গতকাল বুধবার ঢাকা ছেড়েছে ৩১ লাখ ৪১ হাজার ৪৩০টি সিম এবং ঢাকায় প্রবেশ করেছে ৭ লাখ ৩২ হাজার ৫৪৪টি সিম। আর গত মঙ্গলবার ঢাকা ছেড়েছে ১৯ লাখ ৫ হাজার ৫৯৩টি সিম এবং ঢাকায় প্রবেশ করেছে ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩টি সিম।
আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গত দুই দিনে ঢাকা ছাড়ার এ তথ্য জানান।
গত দুই দিনে ঢাকা ছেড়ে যাওয়া সিমের মধ্যে ১৯ লাখ ৯৩ হাজার ৪৯৩টি গ্রামীণফোন, ১০ লাখ ৬৬ হাজার ১১৫টি রবি, ১৭ লাখ ৮৭ হাজার ৯৮৮টি বাংলালিংক এবং ১ লাখ ৯৯ হাজার ৪২৭টি টেলিটক।