হোম > জাতীয়

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রাণসহায়তা হস্তান্তর শেষে মিয়ানমারে আটক বাংলাদেশি নাগরিকদের নিয়ে দেশে ফিরেছে নৌবাহিনীর জাহাজ। ছবি: আইএসপিআর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে তৃতীয় ধাপে ত্রাণ ও মানবিক সহায়তা হস্তান্তর শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র অভিযান’। বাংলাদেশ থেকে মিয়ানমারে পাঠানো ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দল এবং বিভিন্ন সময়ে মিয়ানমারে আটকে পড়া ২০ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে জাহাজটি বাংলাদেশে পৌঁছায়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

আইএসপিআর জানায়, ইয়াঙ্গুন বন্দরে ১২০ টন ত্রাণসামগ্রী হস্তান্তরের পর বানৌজা সমুদ্র অভিযান ১৩ এপ্রিল মিয়ানমার ত্যাগ করে। এর আগে গত ৩০ মার্চ ও ১ এপ্রিল, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি দল মিয়ানমারে পাঠানো হয়। এ দলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও অসামরিক চিকিৎসক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ছিলেন।

উদ্ধার ও চিকিৎসা দলটি ধসে পড়া ভবন ক্লিয়ারিং, উদ্ধার এবং জটিল অস্ত্রোপচারসহ দুর্যোগপীড়িত মানুষের সেবায় কাজ করেন। বর্তমানে মিয়ানমারে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হওয়ায় নৌবাহিনীর জাহাজে তাঁদের নিরাপদে দেশে নিয়ে আসা হয়। মানবিক বিপর্যয়ে প্রতিবেশী দেশ মিয়ানমারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় সে দেশের সরকার ও জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশে হাদির দাফনের প্রস্তুতি

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

হাদির জানাজায় জাতীয় পতাকা ছাড়া কোনো পতাকা না আনার অনুরোধ পরিবারের

ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, সংসদ ভবনে জানাজার প্রস্তুতি

হাদির জানাজায় অংশ নিতে সংসদ এলাকায় জনস্রোত

সোশ্যাল মিডিয়ায় সহিংসতার উসকানিমূলক পোস্টে রিপোর্ট করা যাবে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে

হাদিকে হত্যা ও পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ