হোম > জাতীয়

নির্বাচন নিয়ে গভীর চাপ ছিল: নতুন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা মাধ্যমে নানা ধরনের গভীর চাপ ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

আওয়ামী লীগের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেশের নানা ধারণা ও বোঝাপড়ার মধ্যে পার্থক্য থাকে। সরকার সেগুলোকে গুরুত্ব দেয়। কিন্তু দিন শেষে সরকার সব দেশের সঙ্গে একযোগে কাজ করবে, এটাই হচ্ছে মূল বিষয়।’

উন্নয়ন সহযোগী সব দেশকে সঙ্গে নিয়ে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের উদ্বেগগুলোকে সরকার গুরুত্ব দেবে।’ তবে সরকার কোনো চাপ অনুভব করছে না বলে তিনি দাবি করেন। 

সরকার পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে মন্ত্রী উল্লেখ করেন।

একাদশ জাতীয় সংসদে সরকারের তথ্যমন্ত্রী ছিলেন হাছান মাহমুদ। এর আগে ২০০৯ সালে গঠিত সরকারে তিনি ছয় মাসের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ