হোম > জাতীয়

নির্বাচন নিয়ে গভীর চাপ ছিল: নতুন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা মাধ্যমে নানা ধরনের গভীর চাপ ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

আওয়ামী লীগের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেশের নানা ধারণা ও বোঝাপড়ার মধ্যে পার্থক্য থাকে। সরকার সেগুলোকে গুরুত্ব দেয়। কিন্তু দিন শেষে সরকার সব দেশের সঙ্গে একযোগে কাজ করবে, এটাই হচ্ছে মূল বিষয়।’

উন্নয়ন সহযোগী সব দেশকে সঙ্গে নিয়ে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের উদ্বেগগুলোকে সরকার গুরুত্ব দেবে।’ তবে সরকার কোনো চাপ অনুভব করছে না বলে তিনি দাবি করেন। 

সরকার পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে মন্ত্রী উল্লেখ করেন।

একাদশ জাতীয় সংসদে সরকারের তথ্যমন্ত্রী ছিলেন হাছান মাহমুদ। এর আগে ২০০৯ সালে গঠিত সরকারে তিনি ছয় মাসের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন