হোম > জাতীয়

বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক

বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দিতে চুক্তি স্বাক্ষর করেছে ডেনমার্ক। ছবি: বাসস

বাংলাদেশকে প্রায় ৫৯ কোটি টাকার সমান (৩৫ মিলিয়ন ড্যানিশ ক্রোনা) অনুদান দেবে ডেনমার্ক। এ বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি অনুদানভিত্তিক সংশোধনী কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির অধীনে ডেনমার্ক ৩৫ মিলিয়ন ড্যানিশ ক্রোনা (ডিকেকে) যা প্রায় ৫৯ কোটি টাকার সমান—অনুদান হিসেবে প্রদান করবে বলে ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ঢাকায় রয়্যাল ড্যানিশ দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইআরডি এবং ঢাকায় ডেনমার্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেনমার্ক বাণিজ্য পরিষদের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমেও জড়িত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ডেনমার্ক মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসন সংক্রান্ত কার্যক্রমে সহায়তা সম্প্রসারিত করছে, যা দেশের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ৫২ বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ সময়ে ডেনমার্ক কৃষি, পানি ও স্যানিটেশন, পরিবহন খাত, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং সুশাসন কর্মসূচিতে বাংলাদেশকে সহায়তা প্রদান করেছে।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী