নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের অভিযোগে করা দুই মামলায় হেফাজতে ইসলামের সাবেক নেতা মাওলানা মামুনুল হকের জামিন বহাল রাখা হয়েছে।
আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল এ আদেশ দেন।
আদালতে মামুনুল হকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এ আর রায়হান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
জয়নুল আবেদীন বলেন, দুই মামলায় হাইকোর্ট মামুনুল হককে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের আবেদন এত দিন হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছিল। আমরা বলেছি দুই মামলায় এখনো চার্জশিট দেয়নি। আপিল বিভাগ আমাদের বক্তব্য শুনে জামিন বহাল রেখেছেন।