শেষ মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে প্রতিনিধি দল থেকে বাদ দিয়ে রাষ্ট্রীয় সফরে আজ সোমবার সকালে ভারতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোমেন নিজে গতকাল রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি যাচ্ছেন। মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে সফরের জন্য ছাপানো পুস্তিকায়ও তাঁর নাম আছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোববার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রণালয়কে জানানো হয় পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিনিধি দল থেকে বাদ দেওয়ার কথা। এরপর রাষ্ট্রাচার অনুবিভাগ প্রধানমন্ত্রীকে বহনকারী দিল্লিগামী বিশেষ বিমানের আসনবিন্যাস পরিবর্তন করে।
পররাষ্ট্রমন্ত্রী সাধারণত ভারতে দ্বিপক্ষীয় সকল সফরে প্রধানমন্ত্রীর অনুগামী হয়ে থাকেন।
তবে, মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে মন্ত্রী রোববার রাত থেকে অসুস্থ। তাই দিল্লি যাননি।
স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতায় রাখতে ভারত সরকারকে নিজে অনুরোধ করেছিলেন বলে মন্ত্রী সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছিলেন।