পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহারসামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার শুভেচ্ছা বার্তা নিয়ে যান। এ সময় মুক্তিযোদ্ধাদের হাতে ফল ও মিষ্টান্ন তুলে দেন তাঁরা।
শুভেচ্ছা গ্রহণ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং সেই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।