হোম > জাতীয়

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে এআই অ্যাপ এলসা চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে এক হোটেলে শুক্রবার ব্যাকবন লিমিটেড ও এলসার মধ্যে অংশীদারত্ব চুক্তি সই হয়। ছবি: আজকের পত্রিকা

ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ ‘এলসা স্পিক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে।

রাজধানীর গুলশানে এক হোটেলে আজ শুক্রবার ব্যাকবন লিমিটেড ও এলসার মধ্যে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই যাত্রা শুরু হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ বিশ্বের ১৯০টি দেশের ৮ কোটির বেশি মানুষ ব্যবহার করছে।

এলসার দুটি বিশেষ সংস্করণ রয়েছে—এলসা স্কুল ও এলসা বিজনেস। এলসা স্কুল ডিজাইন করা হয়েছে স্কুল-কলেজের জন্য। এটি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ইংরেজি বলার দক্ষতা বাড়াতে সাহায্য করবে। অন্যদিকে এলসা বিজনেস করপোরেট বা অফিসে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম; এলসা করপোরেশনের রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস; ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন, নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান ও মানবসম্পদ বিভাগের পরিচালক আমিনুর রহমান প্রমুখ।

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব