হোম > জাতীয়

১২ দফা দাবিতে বেবিচক চেয়ারম্যানকে কর্মকর্তাদের স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের কাছে ১২ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে বেবিচক সদর দপ্তরে এ স্মারকলিপি দেওয়া হয়।

বেবিচকের উপপরিচালক মফিজুর রহমান মিয়াজি জানান, বেবিচকের কাঠামোগত সমস্যা, অর্গানোগ্রামের অসংগতি, পদোন্নতির অনিশ্চয়তা, প্রয়োজনীয় ভাতা ও সুযোগ-সুবিধার অভাবের কারণে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পেশাগত অসন্তোষ বিরাজ করছে। তিনি বলেন, কর্মচারীদের দক্ষতা, কর্মক্ষমতা ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য বজায় রাখতে এসব সমস্যার দ্রুত সমাধান জরুরি।

মফিজুর রহমান মিয়াজি আরও জানান, চেয়ারম্যান কর্মকর্তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। তবে দাবি পূরণ না হলে কর্মসূচি ঘোষণার কথাও বলেছেন তাঁরা।

মূল দাবিসমূহ—অর্গানোগ্রাম-বহির্ভূত সিকিউরিটি ফোর্স বা অন্য কোনো ফোর্স গঠনে বিরত থাকা এবং অতিরিক্ত জনবল প্রত্যাহার, তৃতীয় টার্মিনালের সব কার্যক্রম নিজস্ব জনবলে পরিচালনা, সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি দ্রুত স্থায়ী করার কার্যকর ব্যবস্থা, নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে বেবিচকের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ, অর্গানোগ্রাম অনুযায়ী শূন্য পদ পূরণ, পদোন্নতি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান, কর্মকর্তা-কর্মচারীদের জন্য লাঞ্চ ভাতা, এভিয়েশন ভাতা, ঝুঁকি ভাতা, ড্রেস ও কিট ভাতা প্রবর্তন, প্রয়োজনীয় আবাসন, যাতায়াত ও চিকিৎসাসেবার ব্যবস্থা, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কেন্দ্রীয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭-এর সংশোধন, পরিচালনা বোর্ড ও পর্ষদ আলাদা করার প্রস্তাব, সব পদের বিপরীতে ক্যারিয়ারের অগ্রগতি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন অর্গানোগ্রাম ও বিধিমালা প্রণয়ন ও অনুমোদন।

কর্মকর্তাদের দাবি, এসব সমস্যা সমাধান করা না হলে বেবিচকের প্রশাসনিক কাঠামো আরও জটিল হয়ে উঠবে এবং পেশাগত অসন্তোষ বাড়বে।

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ