হোম > জাতীয়

১২ দফা দাবিতে বেবিচক চেয়ারম্যানকে কর্মকর্তাদের স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের কাছে ১২ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকালে বেবিচক সদর দপ্তরে এ স্মারকলিপি দেওয়া হয়।

বেবিচকের উপপরিচালক মফিজুর রহমান মিয়াজি জানান, বেবিচকের কাঠামোগত সমস্যা, অর্গানোগ্রামের অসংগতি, পদোন্নতির অনিশ্চয়তা, প্রয়োজনীয় ভাতা ও সুযোগ-সুবিধার অভাবের কারণে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পেশাগত অসন্তোষ বিরাজ করছে। তিনি বলেন, কর্মচারীদের দক্ষতা, কর্মক্ষমতা ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য বজায় রাখতে এসব সমস্যার দ্রুত সমাধান জরুরি।

মফিজুর রহমান মিয়াজি আরও জানান, চেয়ারম্যান কর্মকর্তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন। তবে দাবি পূরণ না হলে কর্মসূচি ঘোষণার কথাও বলেছেন তাঁরা।

মূল দাবিসমূহ—অর্গানোগ্রাম-বহির্ভূত সিকিউরিটি ফোর্স বা অন্য কোনো ফোর্স গঠনে বিরত থাকা এবং অতিরিক্ত জনবল প্রত্যাহার, তৃতীয় টার্মিনালের সব কার্যক্রম নিজস্ব জনবলে পরিচালনা, সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি দ্রুত স্থায়ী করার কার্যকর ব্যবস্থা, নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে বেবিচকের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ, অর্গানোগ্রাম অনুযায়ী শূন্য পদ পূরণ, পদোন্নতি ও অতিরিক্ত দায়িত্ব প্রদান, কর্মকর্তা-কর্মচারীদের জন্য লাঞ্চ ভাতা, এভিয়েশন ভাতা, ঝুঁকি ভাতা, ড্রেস ও কিট ভাতা প্রবর্তন, প্রয়োজনীয় আবাসন, যাতায়াত ও চিকিৎসাসেবার ব্যবস্থা, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কেন্দ্রীয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭-এর সংশোধন, পরিচালনা বোর্ড ও পর্ষদ আলাদা করার প্রস্তাব, সব পদের বিপরীতে ক্যারিয়ারের অগ্রগতি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন অর্গানোগ্রাম ও বিধিমালা প্রণয়ন ও অনুমোদন।

কর্মকর্তাদের দাবি, এসব সমস্যা সমাধান করা না হলে বেবিচকের প্রশাসনিক কাঠামো আরও জটিল হয়ে উঠবে এবং পেশাগত অসন্তোষ বাড়বে।

জানাজায় লাখো মানুষ: বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি

সরকারের নীরবতায় বিশেষ গোষ্ঠী মব সৃষ্টি করছে: এমএসএফ

মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের জানাজা রোববার পৌনে ২টায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

‘ওসমান হাদি, দেখে যাও—লক্ষ লক্ষ জনতা তোমার জন্য পাগল’

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান রোববার থেকে চলবে

হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের নিন্দা, শান্ত থাকার আহ্বান

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার নিন্দা শিক্ষা উপদেষ্টার

সুদানে নিহত ছয় সেনাসদস্যের মরদেহ ঢাকায়, সেনানিবাসে জানাজা কাল