বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাফিকুর রহমান বলেছেন, ‘সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।’ আজ বুধবার অ্যাভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন অ্যাভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সবাইকে নিয়ম মেনে কাজ করতে হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না। ওটিপি গত মাসের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। কেবিন ক্রু থেকে শুরু করে সব বিভাগেই কঠোরভাবে নজরদারি ো জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।’
মো. সাফিকুর রহমান বলেন, ‘আমরা চাই বিমান উন্নত হোক। বাংলাদেশের উন্নয়ন হোক। আমাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এর জন্য অবাধ তথ্য সরবরাহের বিকল্প নেই। স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা খুবই জরুরি।’
এ সময় উপস্থিত ছিলেন—অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বিপ্লবসহ সংগঠনটির সিনিয়র সদস্যরা।