হোম > জাতীয়

পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে ভুয়া নাম-ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন সহসাই উঠছে না বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের মতবিনিময়ে এ ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে।

সাম্প্রতিক রোহিঙ্গারা অনেক পাসপোর্ট করেছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ কারণেই পুলিশ ভেরিফিকেশনটা তুলে দেওয়া হচ্ছে না। তবে পুলিশ সংস্কার কমিশন এ ব্যাপারে কী মতামত দেয় সেটিও দেখতে হবে।’

পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন জনপ্রশাসন-বিষয়ক সংস্কার কমিশনের প্রধান মুয়ীদ চৌধুরী।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট পেতে এখনো ভোগান্তি হচ্ছে। সেই ভোগান্তি কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থানকারী বিভিন্ন বিদেশিদের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সঠিক কাগজপত্রসহ তথ্যপ্রমাণ দেখাতে না পারলে তাদের আইনের আওতায় আনা হবে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা