হোম > জাতীয়

পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে ভুয়া নাম-ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

পাসপোর্ট প্রদানে পুলিশ ভেরিফিকেশন সহসাই উঠছে না বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের মতবিনিময়ে এ ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে।

সাম্প্রতিক রোহিঙ্গারা অনেক পাসপোর্ট করেছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ কারণেই পুলিশ ভেরিফিকেশনটা তুলে দেওয়া হচ্ছে না। তবে পুলিশ সংস্কার কমিশন এ ব্যাপারে কী মতামত দেয় সেটিও দেখতে হবে।’

পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছিলেন জনপ্রশাসন-বিষয়ক সংস্কার কমিশনের প্রধান মুয়ীদ চৌধুরী।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট পেতে এখনো ভোগান্তি হচ্ছে। সেই ভোগান্তি কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থানকারী বিভিন্ন বিদেশিদের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সঠিক কাগজপত্রসহ তথ্যপ্রমাণ দেখাতে না পারলে তাদের আইনের আওতায় আনা হবে।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল