হোম > জাতীয়

তরুণদের অংশগ্রহণ ছাড়া শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়: সুজান ভাইজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ইউনেসকোর হেড অব অফিস অ্যান্ড রিপ্রেজেনটেটিভ টু বাংলাদেশ সুজান ভাইজ।

তরুণদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইউনেসকোর হেড অব অফিস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ সুজান ভাইজ। তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় তরুণদের অংশীদার হিসেবে যুক্ত করতে হবে। তাঁদের শুধু নির্দেশনা দেওয়া নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের অংশ বানানোই সময়ের দাবি।

আজ শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২৬ উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সুজান ভাইজ বলেন, বর্তমানে বাংলাদেশ যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে তরুণদের আবেগ, দায়বদ্ধতা ও পরিবর্তনের সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে তরুণদের উদ্যোগ ও সম্পৃক্ততা সমাজে ইতিবাচক পরিবর্তনের উদাহরণ তৈরি করেছে।

ইউনেসকোর হেড অব অফিস আরও বলেন, ২০২৩ সালের সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, অষ্টম শ্রেণির ৫৪ শতাংশ শিক্ষার্থীর বাংলা ভাষায় দক্ষতা প্রয়োজনীয় মানে পৌঁছায়নি। গণিত দক্ষতার হার আরও কম। ভাষাজ্ঞান ও গণনাজ্ঞান জীবনধারণের মৌলিক দক্ষতা হলেও এই ঘাটতি উদ্বেগজনক।

ইউনেসকোর যুব কর্মসূচির দর্শন তুলে ধরে সুজান ভাইজ বলেন, ইউনেসকো তরুণদের অংশীদার হিসেবে দেখে। তরুণেরা উপদেশ শুনতে চান না, তাঁরা মাঠে থেকে কাজ করতে চান, নিজেদের ধারণা দিতে চান। দক্ষতা, উদ্ভাবন, সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তার ওপর আরও গুরুত্ব দেওয়ার দাবি তাঁদের। পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি কীভাবে তাঁদের প্রয়োজন অনুযায়ী উন্নত করা যায়, সে বিষয়ে তরুণদের অনেক বাস্তবসম্মত প্রস্তাব রয়েছে।

শিক্ষা সংস্কারে শিক্ষার্থীদের অংশীদার হিসেবে যুক্ত করলে আগামী কয়েক বছরে শিক্ষাব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব হবে উল্লেখ করে ইউনেসকোর হেড অব অফিস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ আরও বলেন, শিক্ষকেরা কেবল জ্ঞানদাতা নন, বরং তাঁরা পরামর্শক, পরামর্শদাতা ও শিক্ষার্থীদের মানসিক বিকাশের সহযাত্রী।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ইউনেসকো ও ইউনিসেফ আগামী চার বছর শিক্ষক পেশাগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবে বলেও মন্তব্য করেন সুজান ভাইজ।

বাংলাদেশ জাতীয় ইউনেসকো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনীর চিঠির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউ চেয়ারপারসন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বিএনসিইউর সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন।

ছাত্রলীগ নেতা সাদ্দামের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পোস্টাল ব্যালট কোথায় রাখা হবে, কোন পদ্ধতিতে গণনা

প্যারোলে মুক্তি প্রত্যাখ্যান নাগরিক অধিকারের সরাসরি লঙ্ঘন: আসক

ইসির কার্যক্রমে বিদেশি কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা আছে: সিইসি

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান ও পরিবারের ২২ কোটি টাকার সম্পদ ক্রোক

সাফজয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নির্বাচনে কোনো লুকোচুরি থাকবে না: সিইসি

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গণভোটে এক পক্ষ সরব, আরেক পক্ষ নীরব

পুলিশের অবকাঠামো নির্মাণে ৭০৭ কোটি টাকার প্রকল্প