হোম > জাতীয়

‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেটে জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে অবকাশের পর ওই বিষয়ে শুনানি হবে। 

আজ রোববার বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত রিটকারী আইনজীবীর উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের সবার হৃদয়ে আছে। তাছাড়া এটাতো নির্বাহী আদেশেই করা যায়।’ 

রিটকারী আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল বলেন, ‘জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু একই বিষয়। আমরা বিষয়টি নিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। পদক্ষেপ না নেওয়ায় রিট করেছি।’ পরে আদালত বলেন, ‘আমরা অবকাশের পর শুনব। সে পর্যন্ত এটি মুলতবি থাকবে।’ 

এর আগে হারুন ভূঁইয়াসহ ১৩ আইনজীবী রিটটি করেন। এর আগে তাঁরা মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষাসচিব বরাবর নোটিশ পাঠিয়েছিলেন। 

হারুন ভূঁইয়া বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান একসঙ্গে উচ্চারিত হয়েছে। একই স্পিরিট নিয়ে দেশ স্বাধীন হয়েছে। দুটি আলাদা নয়, একই স্লোগান।’ 

এর আগে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। চলতি বছরের ২ মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি