হোম > জাতীয়

‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেটে জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে অবকাশের পর ওই বিষয়ে শুনানি হবে। 

আজ রোববার বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত রিটকারী আইনজীবীর উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের সবার হৃদয়ে আছে। তাছাড়া এটাতো নির্বাহী আদেশেই করা যায়।’ 

রিটকারী আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল বলেন, ‘জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু একই বিষয়। আমরা বিষয়টি নিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। পদক্ষেপ না নেওয়ায় রিট করেছি।’ পরে আদালত বলেন, ‘আমরা অবকাশের পর শুনব। সে পর্যন্ত এটি মুলতবি থাকবে।’ 

এর আগে হারুন ভূঁইয়াসহ ১৩ আইনজীবী রিটটি করেন। এর আগে তাঁরা মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষাসচিব বরাবর নোটিশ পাঠিয়েছিলেন। 

হারুন ভূঁইয়া বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান একসঙ্গে উচ্চারিত হয়েছে। একই স্পিরিট নিয়ে দেশ স্বাধীন হয়েছে। দুটি আলাদা নয়, একই স্লোগান।’ 

এর আগে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। চলতি বছরের ২ মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ