হোম > জাতীয়

‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ গেজেটে অন্তর্ভুক্ত করতে রিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেটে জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে অবকাশের পর ওই বিষয়ে শুনানি হবে। 

আজ রোববার বিষয়টি শুনানির জন্য উঠলে আদালত রিটকারী আইনজীবীর উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের সবার হৃদয়ে আছে। তাছাড়া এটাতো নির্বাহী আদেশেই করা যায়।’ 

রিটকারী আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল বলেন, ‘জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু একই বিষয়। আমরা বিষয়টি নিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছিলাম। পদক্ষেপ না নেওয়ায় রিট করেছি।’ পরে আদালত বলেন, ‘আমরা অবকাশের পর শুনব। সে পর্যন্ত এটি মুলতবি থাকবে।’ 

এর আগে হারুন ভূঁইয়াসহ ১৩ আইনজীবী রিটটি করেন। এর আগে তাঁরা মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষাসচিব বরাবর নোটিশ পাঠিয়েছিলেন। 

হারুন ভূঁইয়া বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান একসঙ্গে উচ্চারিত হয়েছে। একই স্পিরিট নিয়ে দেশ স্বাধীন হয়েছে। দুটি আলাদা নয়, একই স্লোগান।’ 

এর আগে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করেন। চলতি বছরের ২ মার্চ জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা