হোম > জাতীয়

নিখোঁজ এমপির সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সর্বশেষ অবস্থান পাওয়া গেছে ভারতের বিহারের মুজাফফারাবাদ এলাকায়। এ বিষয়ে ভারতীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যলয়ে হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাত করে তাঁর বাবার নিখোঁজের বিষয়টি জানান।

তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন, বিষয়টি আমরা ডিবিকে জানিয়েছি।’

এরপর হারুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। গত ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতায় যান। কলকাতায় গোপাল নামে পরিচিত একজনের বাসায় ওঠেন। পরদিন ১৩ মে সকালে নাস্তা করে ওই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে থাকা তাঁর মেয়ে ও এপিএস এমপির সঙ্গে যোগাযোগ করতেও ব্যর্থ হন। এর মধ্যে তার মোবাইল থেকে যে বার্তা আসছে, তাতে দাবি করা হচ্ছে-তিনি দিল্লীতে আছেন, বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করছেন। এই বার্তাগুলোও তার পরিবার বিশ্বাস করছে না।’

হারুন অর রশীদ বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। ভারতীয় পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, সংসদ সদস্যের সর্বশেষ অবস্থান মুজাফফারাবাদ। তিনি তার ভারতীয় নম্বরটি কখনও খুলছেন, কখনও বন্দ করে রাখছেন।’

তিনি আরও বলেন, ‘মোবাইলটি তার নিয়ন্ত্রণে আছে, না কি অন্য কেউ করছে, আমরা তা জানার চেষ্টা করছি। তিনি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছেন কি না, এসব কিছুই আমরা বোঝার চেষ্টা করছি। সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে।’

ঝিনাইদহ-৪ আসনে তিন বারের নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনার কানের চিকিৎসার জন্য গত ১২ মে (রোববার) ভারতে যান।

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী