হোম > জাতীয়

বর্তমান মজুত দিয়ে ৩২ দিনের চাহিদা মেটানো যাবে: বিপিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, ‘দেশে ডিজেলের কোনো সংকট নেই। এখন পর্যন্ত যে মজুত আছে, তা দিয়ে সারা দেশে ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব।’ 

আজ বুধবার কারওয়ান বাজারে অবস্থিত সংস্থাটির ঢাকা লিয়াজোঁ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। 

এ বি এম আজাদ এমন সময় সংবাদ সম্মেলনে এলেন যখন জ্বালানি ব্যবহার সাশ্রয়ে মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার ডিজেল বা অকটেন নেওয়া যাবে—তেলের পাম্পে টাঙিয়ে রাখা এমন একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

কোন জ্বালানির মজুত কী পরিমাণ আছে তার হিসাব দেন বিপিসি চেয়ারম্যান। তিনি দাবি করে বলেন, ‘বর্তমানে দেশে পেট্রলের মজুত আছে ১৫ দিনের, অকটেনের ৯ দিনের, ফার্নেস অয়েল ৩২ দিনের, জেট ফুয়েল ৪৪ দিনের।’ 

বর্তমান মজুতকে স্বাভাবিক বর্ণনা করে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘আমাদের এখন যে মজুত আছে তার সঙ্গে যোগ হবে সাগরে অপেক্ষমাণ জ্বালানি কার্গোগুলো। আমরা তো কাল থেকে আমদানি বন্ধ করে দেব না। জ্বালানি পণ্য আমদানি নিয়ে আমাদের ছয় মাসের পরিকল্পনা তৈরি করা আছে।’ 

আমদানি, মজুত ও সরবরাহ একটি চক্রাকার প্রক্রিয়া বর্ণনা করে এ বি এম আজাদ বলেন, ‘আমাদের অকটেনের মজুত ৯ দিনের। এক-দুই দিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন অকটেনবাহী একটি জাহাজ আসবে, যার পরে মজুতের পরিমাণ দাঁড়াবে ২৮ দিনের। এটি একটি চলমান প্রক্রিয়া।’ 

জ্বালানি রেশনিংয়ের কোনো নির্দেশনা পেট্রলপাম্পকে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এ বি এম আজাদ বলেন, ‘ডিজেল ও অকটেনের সীমা নির্ধারণে আমরা কোনো নির্দেশনা কোনো পেট্রলপাম্পকে দিইনি। যারা এই গুজবটি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে বর্তমানে ডিজেল ৪ লাখ ৩১ হাজার মেট্রিক টন, অকটেন ১২ হাজার ২৩৮ মেট্রিক টন, পেট্রল ২১ হাজার ৮৮৩ মেট্রিক টন, জেট ফুয়েল ৬২ হাজার ৮৯১ মেট্রিক টন এবং ফার্নেস অয়েল ৮৫ হাজার ৪১ মেট্রিক টন মজুত আছে। প্রতিদিন দেশে ১৩-১৪ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা রয়েছে। 

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর