হোম > জাতীয়

বর্তমান মজুত দিয়ে ৩২ দিনের চাহিদা মেটানো যাবে: বিপিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, ‘দেশে ডিজেলের কোনো সংকট নেই। এখন পর্যন্ত যে মজুত আছে, তা দিয়ে সারা দেশে ৩২ দিনের চাহিদা মেটানো সম্ভব।’ 

আজ বুধবার কারওয়ান বাজারে অবস্থিত সংস্থাটির ঢাকা লিয়াজোঁ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। 

এ বি এম আজাদ এমন সময় সংবাদ সম্মেলনে এলেন যখন জ্বালানি ব্যবহার সাশ্রয়ে মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার ডিজেল বা অকটেন নেওয়া যাবে—তেলের পাম্পে টাঙিয়ে রাখা এমন একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

কোন জ্বালানির মজুত কী পরিমাণ আছে তার হিসাব দেন বিপিসি চেয়ারম্যান। তিনি দাবি করে বলেন, ‘বর্তমানে দেশে পেট্রলের মজুত আছে ১৫ দিনের, অকটেনের ৯ দিনের, ফার্নেস অয়েল ৩২ দিনের, জেট ফুয়েল ৪৪ দিনের।’ 

বর্তমান মজুতকে স্বাভাবিক বর্ণনা করে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘আমাদের এখন যে মজুত আছে তার সঙ্গে যোগ হবে সাগরে অপেক্ষমাণ জ্বালানি কার্গোগুলো। আমরা তো কাল থেকে আমদানি বন্ধ করে দেব না। জ্বালানি পণ্য আমদানি নিয়ে আমাদের ছয় মাসের পরিকল্পনা তৈরি করা আছে।’ 

আমদানি, মজুত ও সরবরাহ একটি চক্রাকার প্রক্রিয়া বর্ণনা করে এ বি এম আজাদ বলেন, ‘আমাদের অকটেনের মজুত ৯ দিনের। এক-দুই দিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন অকটেনবাহী একটি জাহাজ আসবে, যার পরে মজুতের পরিমাণ দাঁড়াবে ২৮ দিনের। এটি একটি চলমান প্রক্রিয়া।’ 

জ্বালানি রেশনিংয়ের কোনো নির্দেশনা পেট্রলপাম্পকে দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এ বি এম আজাদ বলেন, ‘ডিজেল ও অকটেনের সীমা নির্ধারণে আমরা কোনো নির্দেশনা কোনো পেট্রলপাম্পকে দিইনি। যারা এই গুজবটি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে বর্তমানে ডিজেল ৪ লাখ ৩১ হাজার মেট্রিক টন, অকটেন ১২ হাজার ২৩৮ মেট্রিক টন, পেট্রল ২১ হাজার ৮৮৩ মেট্রিক টন, জেট ফুয়েল ৬২ হাজার ৮৯১ মেট্রিক টন এবং ফার্নেস অয়েল ৮৫ হাজার ৪১ মেট্রিক টন মজুত আছে। প্রতিদিন দেশে ১৩-১৪ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা রয়েছে। 

রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের