হোম > জাতীয়

কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থানীয় নাগরিকদের সঙ্গে অন্তত দুটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সেখানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে সতর্কতার সঙ্গে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস একই সঙ্গে কিরগিজস্তানের জন্যও দায়িত্বপ্রাপ্ত। বিশকেকে সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে। দূতাবাস এ বিষয়ে কিরগিজস্তান সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছে। 

দেশটির সরকার দূতাবাসকে জানিয়েছে, আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বিশকেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৩ মে বিশকেকে একটি বিশ্ববিদ্যালয়ের মিসরীয় ও পাকিস্তানি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়। এতে দেশ দুটির কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিদেশি শিক্ষার্থীদের কয়েকটি আবাসস্থলেও হামলা হয়। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, একপর্যায়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেদিনের সংঘর্ষের পর বিশকেকে স্থানীয় লোকজন ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক শাহ আহমেদ শফী আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, তিনি বিশকেকে কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী ও উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বাংলাদেশের কোনো শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলমের সঙ্গে টেলিফোনে আজকের পত্রিকার কথা হয়েছে আজ সন্ধ্যায়। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিরগিজস্তানে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। 

দূতাবাস এমন পরিস্থিতিতে বাংলাদেশের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে সতর্কতার সঙ্গে অবস্থানের পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজনে ‍+ ৯৯৮৯৩০০০৯৭৮০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। 

ভারতীয় সংবাদমাধ্যমে এনডিটিভির তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তান সরকারও নিজ নিজ দেশের শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দিয়েছে।

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি

শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে ১১৬ কোটি টাকা বিতরণ

প্রার্থিতা ফেরত পেলেন আরও ৬০ জন

নিজস্ব প্রযুক্তিতে তিনটি ল্যান্ডিং ক্র্যাফট ট্যাংক বানাবে নৌবাহিনী

এবার দুর্নীতি মামলায় রিমান্ডে সেই আবেদ আলী

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক

গণভোটের প্রচারে জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ