হোম > জাতীয়

নিজের নামে প্রকল্পের নামকরণে প্রধানমন্ত্রীর না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে সরকারিভাবে নির্মিত হতে যাওয়া সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প নিজের নামে করার প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা (একনেক) পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। 

মন্ত্রী জানান, একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জামালপুর জেলায় ১ হাজার ৫১১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আজ অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, একনেক সভায় এই প্রকল্পটি যখন অনুমোদনের জন্য তোলা হয়, তখন নাম প্রস্তাব করা হয় ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুর এ মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজের নামে প্রকল্পের নামকরণে নারাজি দেন। এ সময় সভায় উপস্থিত অনেক মন্ত্রী–সচিব যৌক্তিকতা তুলে ধরলেও, তিনি (প্রধানমন্ত্রী) তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। বারবার ‘না’ জবাব দেন তিনি। শেষমেশ সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর নামে প্রকল্পটি নামকরণের সিদ্ধান্ত হয়।

সৌর বিদ্যুৎকেন্দ্রের এই প্রকল্পটি শুরুতে বাগেরহাটের মোল্লাহাটে হওয়ার কথা ছিল। কিন্তু সম্ভাব্যতা যাচাইয়ের পর জামালপুরের মাদারগঞ্জকে বেছে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। 

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব