হোম > জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবে বলা হচ্ছে যে, গত দুই দিনে নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন। তবে এই তথ্য পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত ঘটনা হলো—২২ মার্চ ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে গেলে বিজিবির সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন।

এ সময় ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে উদ্ধার কার্যক্রম চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং রাতের অন্ধকারে এক বিজিবি সদস্য পানিতে পড়ে নিখোঁজ হন।

বিজিবি জানায়, পুরো বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক, তবে সামাজিক মাধ্যমে ছড়ানো ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজের দাবি সম্পূর্ণ গুজব। বর্তমানে নিখোঁজ বিজিবি সদস্যসহ অন্য কোনো নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি জনগণকে অনুরোধ করেছে, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করতে এবং নিশ্চিত তথ্যের জন্য নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা রাখতে।

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ