ঈদুল আজহা উপলক্ষে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল নিয়ে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ শুক্রবার বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, 'আজ থেকে আগামী আগামী ২২ জুলাই পর্যন্ত যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল নিয়ে যাত্রা করা যাবে না।'
এদিকে, কঠোর লকডাউনের কারণে যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকার পর। ১৫ জুলাই সকাল থেকে সারা দেশে চালু হয়েছে লঞ্চ চলাচল। লঞ্চ চলাচলের ক্ষেত্র বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চেয়ারে ও ডেকে অর্ধেক যাত্রী বহন করতে হবে। একই সঙ্গে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।