হোম > জাতীয়

জরুরি ব্যবহারে মডার্নার টিকার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এমআরএনএ মডার্না ভ্যাকসিন জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে দেশে ৮টি ভ্যাকসিন অনুমোদন পেল। এর আগে সবশেষ ১৫ জুন বেলজিয়ামের তৈরি জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই টিকা ব্যবহারে অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগের আবেদনের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর টিকাটির মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে মডার্নার টিকার লোকাল এজেন্ট সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ।

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত দ্বিতীয় এই টিকা গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহার্য টিকার তালিকায় স্থান দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ইউএস-এফডি এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি অনুমোদন দেয়।

দুই ডোজের এই টিকা ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা নিতে পারবেন। প্রথম ডোজ গ্রহণের ৪ সপ্তাহ পর নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। টিকাটির সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যবহারের আগে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মাস এবং ৮ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা সংরক্ষণ করা যাবে।

এর আগে ওষুধ প্রশাসনের অনুমোদন পাওয়া টিকা হলো-অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম উৎপাদিত কোভিশিল্ড, রাশিয়ার স্পুতনিক–ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, বেলজিয়ামের তৈরি ফাইজার ও জনসন অ্যান্ড জনসন এবং সুইডেনের তৈরি অ্যাস্ট্রাজেনেকা।

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর