হোম > জাতীয়

জুলাই–আগস্ট হত্যাকাণ্ড: আশুলিয়ার মামলায় পলাতকদের হাজির হতে বিজ্ঞপ্তি জারির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: বাসস

জুলাই গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করার পর একটি ভ্যানে তাঁদের তুলে পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আটজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

ওই আট আসামিকে ২৮ জুলাই পর্যন্ত সময় দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে। ওই সময়ের মধ্যে হাজির না হলে তাঁদের পলাতক দেখিয়ে বিচার শুরু করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে ২ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ পলাতক থাকা আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

তদন্তে এই মামলায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন।

তাঁদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঢাকার সাভারের আশুলিয়ায় গুলি চালানোর পর ছয় তরুণকে ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেয় পুলিশ। পোড়ানোর সময় একজনের দেহে প্রাণ ছিল বলে প্রতিবেদনে বলা হয়।

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার