হোম > জাতীয়

গুম হওয়া ৬৪ জনের তালিকা কমিশনে পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে দেওয়া গুমের শিকার ৬৪ জনের তালিকা তদন্ত কমিশনের কাছে পাঠানো হয়েছে।

১ সেপ্টেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনের কাছে ওই তালিকা পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় গত ১৪ বছরে সংঘটিত হওয়া গুমের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয় গত ২৭ আগস্ট। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিশন গঠন করা হয়।

এদিকে ২৮ আগস্ট গুম ও অপহরণের শিকার ব্যক্তিদের জীবিত ফেরত ও নির্যাতনের বিচার পেতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের পক্ষে মো. বেল্লাল হোসেনের সই করা ওই স্মারকলিপি গ্রহণ করেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

স্মারকলিপিতে বলা হয়, স্বজনহারা পরিবার দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেও কোনো সুফল পাননি। ইতিমধ্যে গোপন ডিটেনশন সেল থেকে অনেক মানুষ মুক্তি পেয়েছেন। তাই তাঁরাও তাঁদের স্বজনদের সম্পর্কে জানতে চান। স্বজনদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন স্মারকলিপিতে।

বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর