হোম > জাতীয়

নির্বাচনে কারিগরি সহায়তা দিতে চায় জাতিসংঘ

আজকের পত্রিকা ডেস্ক­

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ছবি: আজকের পত্রিকা

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতে চায় জাতিসংঘ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমনটাই জানান বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

সাক্ষাৎ শেষে গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ‘নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কি ধরণের টেকনিক্যাল (কারিগরি) সহায়তা দিতে পারে এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আনন্দের বিষয় এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবড়ভাবে কাজ করব।’

সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলাপ হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, ‘নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি। এই সিদ্ধান্তটি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।’

এ বিষয়ে কথা হলে ইসি সচিব শফিউল আজিম বলেন, ‘কোন কোন ক্ষেত্রে কো-অপারেশন করা যায়, ফ্রি, ফেয়ার ইলেকশনের ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট বা কোনো ধরণের ট্রেনিং বা আমাদের কি রিকোয়ারমেন্ট আছে সবকিছু নিয়েই কাজ করতে চান।’

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন