হোম > জাতীয়

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, দুই মাস আগে তফসিল: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

আগামী রমজানের আগে নির্বাচন করার জন্য শিগগিরই প্রধান উপদেষ্টার চিঠি পাবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোট গ্রহণের তারিখ থেকে মাস দু-এক আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

সিইসি নাসির উদ্দিন বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা একটি চিঠি দেবেন। আমরা প্রত্যাশা করছি, দ্রুত সময়ের মধ্যে চিঠি পেয়ে যাব। চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দু-এক আগে তফসিল ঘোষণা করা হবে।’

সিইসি বলেন, ‘দ্রুত চিঠি পেয়ে যাব, এটা আমরা বিশ্বাস করি। আর দ্রুত না পেলেও আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। কয়েক দিন থেকে ভোটের তারিখ নিয়ে আলাপ ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। আমরা অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি। একটি সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে, আমরা নিচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা রাতদিন খাটছেন। ভোটার তালিকা নিয়ে কাজ করেছেন।’

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’

আস্থা অর্জনকেই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরও উন্নতি হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। ভোটারদের আস্থা অর্জনই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া এআইয়ের অপব্যবহার রোধ করাও বড় চ্যালেঞ্জ। আমরা নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই। যেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়।’

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেস সচিব

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীদের প্রার্থিতা বাতিলে রুল

আয়কর ফাঁকির মামলায় খালাস পেলেন বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার

ওমান, কাতার ও সৌদিগামীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী