হোম > জাতীয়

৯৯৯ এ কল করে উদ্ধার হলেন সাগরে ডুবতে থাকা ২৯ জেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে গভীর সাগরে ডুবন্ত একটি মাছ ধরা ট্রলার থেকে ২৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

গতকাল বুধবার থেকে আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ডের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী ২৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। 

পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে জানান, চট্টগ্রামে বাঁশখালীর শেখের খাল বাজার এলাকা থেকে গত শুক্রবার রাতে ‘রহমত ই ইলাহী’ নামের একটি মাছ ধরা ট্রলারে ২৯ জন জেলে পটুয়াখালী জেলার মায়ার চর এলাকায় যায়। পরবর্তীতে রোববার রাতে ইঞ্জিন বিকল হয়ে গেলে, সাগরে ভাসতে থাকে ট্রলারটি। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে চর তুফানিয়া নামক এলাকায় ট্রলারটি ডুবতে শুরু করে। 

ওই দিন রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে কোস্টগার্ডের সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক, বিসিজি স্টেশন নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী স্টেশনের সদস্যরা অপারেশন চালিয়ে জেলেদের নিরাপদে উদ্ধার করে। 

আনোয়ার সাত্তার আরও জানান, উত্তাল সমুদ্র এবং আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ কোস্টগার্ডের উদ্ধারকারী দল ও অপর একটি মাছ ধরা ট্রলারের সহায়তায় অক্লান্ত প্রচেষ্টায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোস্টগার্ডের রাঙ্গাবালী বিসিজি আউটপোস্টের সদস্যরা ২৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। 

জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালীর গলাচিপা এলাকায় বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর