বেশ কিছুদিন ধরে চলা কোটা আন্দোলনে সমর্থন ও সংহতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।
নিজেদের ক্যাম্পাসে বড় ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করে কোটা আন্দোলনকারীদের সমর্থন জানান তাঁরা। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানানো হয়। আন্দোলনের প্রতি নিজেদের সমর্থন জানিয়ে স্ব স্ব ছাত্রসংগঠন থেকে খোলা চিঠিও প্রকাশ করেন শিক্ষার্থীরা।
খোলা চিঠিতে আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা বন্ধের পাশাপাশি কোটা সংস্কার করার আহ্বান জানানো হয়।