হোম > জাতীয়

সুপেয় পানি সংকটে উপকূলের মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। লবণাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। তাছাড়া গাছপালা ও ফসলি জমি বিলীন এবং কৃষি উৎপাদন কমে যাওয়াসহ জীববৈচিত্র্যে নানা প্রভাব পড়ছে। 

প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত জনগণের অভিযোজনে জীবনমান উন্নয়ন শীর্ষক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 

গবেষণাটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ইউএনওপিসের সহযোগিতায় এবং এডুকো বাংলাদেশ ও উত্তরণের যৌথ উদ্যোগে করা হয়েছে। 

আজ মঙ্গলবার এডুকো বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

সাতক্ষীরা জেলার পাঁচটি বস্তি ও শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনি ইউনিয়নের তথ্য নিয়ে গবেষণাটি করা হয়। গবেষণা দলের নেতৃত্ব দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হারুন চৌধুরী। 

আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ছে। জীবন-জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করছে মানুষ। অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে।’ 

এডুকো বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ। এই সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ 

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব