হোম > জাতীয়

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গণটিকা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একদিনে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে আজ শনিবার সারা দেশে চলছে বিশেষ গণটিকা ক্যাম্পেইন। কিন্তু চাহিদার তুলনায় কেন্দ্রগুলোতে টিকাদানের সক্ষমতা কম হওয়ায় ক্যাম্পেইনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও দুদিন বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই গণটিকা কার্যক্রম।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 

ফ্লোরা বলেন, ‘যেহেতু জনগণের মধ্যে চাহিদা রয়েছে। তাই এটা আমরা আরও দুদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। মূলত যেসব জায়গায় ভিড় বেশি সেসব কেন্দ্রে সময় বাড়ানো হবে। তবে যে কেন্দ্রে প্রয়োজন সেখানেই সংশ্লিষ্টরা চাইলে বাড়াতে পারেন। যেখানে ভিড় বেশি সেখানকার মানুষ শঙ্কিত হয়ে পড়ছে যে, টিকা আবার শেষ হয়ে যায় কিনা, তাই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ 

স্বাস্থ্যের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত ১২ কোটি টিকার দেওয়ার। কিন্তু আমরা চাই, যাদেরই টিকা নেওয়ার সক্ষমতা আছে, তাঁদের টিকা দেওয়া হবে। বেশি হলে বেশি। গণটিকার পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজের টিকাদানও চলবে।’ 

এদিকে কোথাও হুড়োহুড়ি, কোথাও হাতাহাতির ঘটনার ঘটেছে চলছে গণটিকার কর্মসূচি। টিকা প্রত্যাশীর তুলনায় বুথের সংখ্যা কম হওয়ায় ও খোলামেলা জায়গায় না হওয়ায় এই বিশৃঙ্খলার কারণ। রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। 

কোটি টিকা দিতে বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চালানোর কথা জানিয়েছে সরকার। যতক্ষণ মানুষ আছে, ততক্ষণ টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। 

সচিব বলেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট নেওয়া হয়েছে তাতে সবাই রেসপন্স করছে। আশা করি, আমরা এক কোটির যে টার্গেট নিয়েছি, সেটা শেষ করে আরো বেশি দিতে পারবো।’  

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ