হোম > জাতীয়

লঞ্চে করে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আসন্ন ঈদুল আজহায় নৌযানে বা লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তাসংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে অনেকেই মোটরসাইকেল নিয়ে চলে যান পরিবারসহ। বিআইডব্লিউটিএকে বলা হয়েছে এটা যতটুকু পারা যায় সমন্বয় করার জন্য। মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরও বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কেউ একাই বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে গেলে নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। তবে যদি পরিবারসহ পাঁচজন থাকেন, তো তাদের মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে তাঁকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে বা লঞ্চে করে নিতে হবে। সে ব্যাপারে সমন্বয় করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে করে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, সেটা বলতে পারেন। তবে নৌপথে ভাড়া আগের মতোই থাকবে। ভাড়ার ব্যাপারে কোনো ওঠানামা নেই।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন নৌপথে পচনশীল পণ্য ও পশু ছাড়া অন্যান্য পণ্য বহন বন্ধ থাকবে।

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী