হোম > জাতীয়

লঞ্চে করে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

নিজস্ব প্রতিবেদক ঢাকা

আসন্ন ঈদুল আজহায় নৌযানে বা লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তাসংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে অনেকেই মোটরসাইকেল নিয়ে চলে যান পরিবারসহ। বিআইডব্লিউটিএকে বলা হয়েছে এটা যতটুকু পারা যায় সমন্বয় করার জন্য। মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরও বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কেউ একাই বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে গেলে নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। তবে যদি পরিবারসহ পাঁচজন থাকেন, তো তাদের মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে তাঁকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে বা লঞ্চে করে নিতে হবে। সে ব্যাপারে সমন্বয় করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, লঞ্চে করে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, সেটা বলতে পারেন। তবে নৌপথে ভাড়া আগের মতোই থাকবে। ভাড়ার ব্যাপারে কোনো ওঠানামা নেই।

নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগের তিন দিন এবং ঈদের পরের তিন দিন নৌপথে পচনশীল পণ্য ও পশু ছাড়া অন্যান্য পণ্য বহন বন্ধ থাকবে।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা