হোম > জাতীয়

রোজায় চালের দাম বাড়বে না: খাদ্যসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রমজান মাসে চালের দাম না বাড়ার নিশ্চয়তা দিয়েছেন খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। প্রয়োজনে জনস্বার্থে সরকার সরু চাল আমদানি করবে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে আজ বুধবার নিজের দপ্তরে খাদ্যসচিব এ কথা জানান। 

এক প্রশ্নের জবাবে নাজমানারা খানুম বলেন, ‘আমাদের অনেক রাইস মিল হয়ে গেছে। আমাদের উৎপাদনও বেশি। এখন একজন দরিদ্র ভোক্তার ঘরেও পাঁচ কেজি চাল থাকে। এ ছাড়া কৃষকসহ মিলমালিকদের কাছেও ধান-চাল রয়েছে। আমাদের গুদামেও পর্যাপ্ত মজুত রয়েছে। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। এগুলো যদি কৃষকের ঘরে ও মিলমালিকদের কাছে থাকে, তাহলে বাজারে কোথা থেকে আসবে? এ জন্য ধানের দাম বেশি। ধানের দাম বেশি বিধায় চালের দামও বেশি।’ 

খাদ্যসচিব বলেন, ‘রমজান উপলক্ষে আমি নিশ্চয়তা দিতে পারি যে চালের দাম বাড়বে না। কারণ খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাহলে আর ওই সময় চালের দাম বাড়বে না।’ 

নাজমানারা বলেন, ‘এর পরও যদি আমরা মূল্যবৃদ্ধির অবস্থা দেখি, তাহলে ওএমএস আরও বাড়িয়ে দেব। খাদ্যের বিষয়ে সরকারের কার্পণ্য নেই। খোলাবাজারে বিক্রিটা আরও বাড়িয়ে দেব। আমরা কৃষকদের ন্যায্যমূল্য দিতে চাই। আমরা খুশি, কৃষক ভালো দাম পাচ্ছেন। যদি প্রয়োজন হয়, জনস্বার্থে বা ভোক্তাদের স্বার্থে সরকার সরু চাল আমদানি করবে।’ 

বর্তমানে ২০ লাখ টনের বেশি খাদ্য মজুত রয়েছে জানিয়ে খাদ্যসচিব বলেন, ‘মিলাররা আমাদের কাছে চাল বিক্রি করতে চাইছে। তার মানে মোটা চালের দাম আর বাড়বে না। নতুন ধান এলে তো দাম কমে যাবে। আর সরু চাল শুধু বোরো মৌসুমে আবাদ হয়। আগামী এপ্রিলের মাঝামাঝি বোরো চাল বাজারে চলে আসবে। ফলে চালের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।’ 

ত্রাণ মন্ত্রণালয় থেকে এবার ১ কোটি পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হবে জানিয়ে খাদ্যসচিব আরও বলেন, ‘সরকার চাইছে নিম্ন আয়ের মানুষ বা দরিদ্রদের কোনোভাবে যাতে সমস্যা না হয়।’ 

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন