হোম > জাতীয়

কোটা আন্দোলন: মিরপুরে গুলিবিদ্ধ জবি শিক্ষার্থী সাজিদ সিএমএইচে মারা গেছেন

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা গেছেন।

আজ বুধবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী বলেন, ‘আমি সিএমএইচে আসলাম। বেলা ২টা ১৫ মিনিটের দিকে আমাদের শিক্ষার্থী সাজিদ মৃত্যুবরণ করেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত।’

সাজিদের বন্ধু মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন, ‘সাজিদ আর বেঁচে নেই, কেউ কল দেবেন না প্লিজ। ২টা ১৫ মিনিটে সাজিদ আল্লাহর কাছে চলে গেয়েছে। সবাই দোয়া করেন প্লিজ।’

মো. মাহমুদুল হাসান বলেন, বাদ আসর সিএমএইচে সাজিদের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

৪ আগস্ট বিকেল ছয়টার দিকে মিরপুর ১০-এ গুলিবিদ্ধ হন সাজিদ। তখনই তাঁকে মিরপুর ১২-এর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুব

প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ভোট দিতে বলল ইসি

মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিন, গেজেট প্রকাশ

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘সাইকো’ সম্রাটের ঘটনায় ফের আলোচনায় রসু খাঁ, কোথায় তিনি

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১৯৬৭ জন

পছন্দের প্রতীকই পেলেন তাসনিম জারা

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭২ কোটি টাকা বরাদ্দ, বিদ্যুৎ না থাকা কেন্দ্রে যে ব্যবস্থা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালামের আত্মসমর্পণের আবেদন