হোম > জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি মাসের মাঝামাঝি ঢাকা আসছেন।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ১৪ জানুয়ারি রাতে ডোনাল্ড লু’র ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। পরদিন ১৫ জানুয়ারি তাঁর সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে।’

এ সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে দেশটির বিনিয়োগের সম্ভাবনা, মার্কিন অস্ত্র বিক্রির সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় চুক্তি সই করা, ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাসসহ মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের হালচালসহ বিভিন্ন বিষয় আসতে পারে বলে কূটনীতিকেরা মনে করছেন।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে র‍্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধজ্ঞা প্রত্যাহার, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া এবং দেশটির বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হবে বলেও মনে করছেন কূটনীতিকেরা।

রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ কর্মী সাজেদুল ইসলামের বাসায় এক অনুষ্ঠানে গেলে বাইরে থেকে কিছু লোকও সেখানে প্রবেশ করার চেষ্টা করেছে বলে মার্কিন দূতাবাস অভিযোগ করেছে। এ ছাড়া কিছু লোক তাঁর গাড়ি ঘিরে ধরার চেষ্টা করেছে। এর ফলে তাঁর নিরাপত্তা অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে সেদিনই অভিযোগ করেন। পরে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে পররাষ্ট্র দপ্তরে ডেকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়।

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা