হোম > জাতীয়

কালবৈশাখীর শঙ্কা: পাকা ধান কাটার পরামর্শ দিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলছে বৈশাখ মাস। বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ঝড়-বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এতে ফসলের ক্ষতি হতে পারে। তাই কালবৈশাখীর শঙ্কা থাকায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ থেকে ৩০ এপ্রিল এই সময়ের প্রথমার্ধে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে, মাঝামাঝি সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে এবং এই সময়ের শেষে খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে বিচ্ছিন্নভাবে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে কৃষি তথ্য সার্ভিসের বেতার কৃষি অফিসার ইসমাত জাহান এমি আজকের পত্রিকাকে বলেন, বৈশাখ মাসে ৮০ শতাংশ ধান পাকা হলেই তা কেটে ফেলতে হবে। ইতিমধ্যে সুনামগঞ্জ হাওরসহ বিভিন্ন জায়গায় পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। হাওর অঞ্চলে ৬০ থেকে ৭০ ভাগ ধান কাটা শেষ হয়েছে ইতিমধ্যে।

এদিকে টানা প্রায় চার দিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। এ বৃষ্টি শুরু হয়েছে গতকাল রোববার থেকে। আজ সোমবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা। বেলা পৌনে ১টার দিকে ঢাকায় বৃষ্টি নামে। রাজধানীতে আজ ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ মে থেকে তাপমাত্রা বাড়তে পারে।

বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এখন এই তাপপ্রবাহ কমে গেছে। আগামীকাল থেকে আরও কমে যাবে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বাড়বে।

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান