সরকারিভাবে আমদানি করা ৫৮১ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনের জামিন স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ২২ জুলাই পর্যন্ত জামিন স্থগিত করেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। পোটনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
মঞ্জুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট পোটনসহ পাঁচজনকে বুধবার জামিন দিয়েছিলেন। তবে দুদকের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি ২২ জুলাই পর্যন্ত জামিন স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।’
সার আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনকে গত ১৫ মে জামিন বাতিল করে কারাগারে পাঠান আদালত।
অপর চার আসামি হলেন কামরুলের মালিকানাধীন প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন, মো. নাজমুল আলম, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন ও খুলনা প্রতিনিধি মো. আতাউর রহমান।
গত বছরের ২৬ নভেম্বর কামরুলসহ পাঁচজনকে আসামি করে মামলাটি করে দুদক। আসামিরা পরস্পর যোগসাজশে ৫৮১ কোটি ৫৮ লাখ ৯ হাজার টাকার সার চুক্তি অনুযায়ী সরবরাহ না করে আত্মসাৎ করে বলে মামলায় অভিযোগ করা হয়।