হোম > জাতীয়

বাংলার নদী-নালা খাল-বিল মাছ চাষে ভরে দেব: মৎস্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের সহযোগিতায় নৌ র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন নৌ-ঘাট হতে শুরু হয়ে এফডিসি (ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন) নৌ ঘাট হয়ে পুনরায় পুলিশ প্লাজা সংলগ্ন নৌ ঘাটে এসে শেষ হয়।

নৌ র‍্যালির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, আমাদের মৎস্য সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে মাছ চাষে সবাইকে উৎসাহিত করা। জাতি হিসাবে আমরা মাছে ভাতে বাঙালি। মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, মাছই হবে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রোডাক্ট। 

মৎস্য মন্ত্রী আরও বলেন, বাংলার নদী-নালা খাল-বিল মাছ চাষে ভরে দেব। পুরোনো পুকুর গুলো সংস্কার করে মাছ চাষে উদ্যোগ গ্রহণ করবো। যেখানে পানি সেখানে মাছ থাকবে। মৎস্য চাষে উৎসাহ দিতে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।

র‍্যালিতে প্রায় ১৫ টি ক্যাটামেরাম বোট, নৌ পুলিশের স্পিড বোট, ফোল্ডিং বোট, ওয়াটার বাইক অংশগ্রহণ করে। এ সময় নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে মাইকিং করে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়। 

নৌ র‍্যালিতে আরও অংশ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, নৌ পুলিশ প্রধান মো. আব্দুল আলীম মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক প্রমুখ।

৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হচ্ছে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার