দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আশিয়ানের মহাসচিব দাতো লিম জক হই এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দুই দিনের ইন্দোনেশিয়া সফরে রয়েছেন এ কে আব্দুল মোমেন। গত সোমবার জাকার্তায় আশিয়ান সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আশিয়ানের ডায়ালগ অংশীদার হতে বাংলাদেশের প্রার্থিতার প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে বলে এ কে আব্দুল মোমেনকে নিশ্চিত করেছেন দাতো লিম জক হই। আগামী বৈঠকে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে আশিয়ান মহাসচিবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য অযৌক্তিক দেরির উদ্বেগের বিষয়টি আশিয়ান মহাসচিবকে জানান এ কে আব্দুল মোমেন। আর বিলম্ব না করে প্রত্যাবাসন শুরু করতে আশিয়ানে সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ও আশিয়ানের অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আহ্বান জানান আশিয়ান মহাসচিবের কাছে। বৈঠকে আশিয়ান মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।