হোম > জাতীয়

আশিয়ানের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আশিয়ানের মহাসচিব দাতো লিম জক হই এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দুই দিনের ইন্দোনেশিয়া সফরে রয়েছেন এ কে আব্দুল মোমেন। গত সোমবার জাকার্তায় আশিয়ান সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আশিয়ানের ডায়ালগ অংশীদার হতে বাংলাদেশের প্রার্থিতার প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করবে বলে এ কে আব্দুল মোমেনকে নিশ্চিত করেছেন দাতো লিম জক হই। আগামী বৈঠকে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে আশিয়ান মহাসচিবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য অযৌক্তিক দেরির উদ্বেগের বিষয়টি আশিয়ান মহাসচিবকে জানান এ কে আব্দুল মোমেন। আর বিলম্ব না করে প্রত্যাবাসন শুরু করতে আশিয়ানে সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ও আশিয়ানের অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আহ্বান জানান আশিয়ান মহাসচিবের কাছে। বৈঠকে আশিয়ান মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। 

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত