হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি: ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, মাওয়া থেকে

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমাদের স্বপ্নের যোগসূত্র। প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাচ্ছি। খুবই আনন্দিত।’ আজ শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এসব কথা বলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘তবে ওনার (প্রধানমন্ত্রী) কাছে একটা আবেদন থাকবে, এটা দিয়ে সব ধরনের অ্যাম্বুলেন্সের টোল যেন না থাকে। যাতে টোল ফ্রি যাতায়াত করতে পারে। বিদেশি যাঁরা আসবেন, তাঁদের টোল যেন দ্বিগুণ নেওয়া হয়। অন্য দেশেও এমন নিয়ম।’ 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এখন ওনার (প্রধানমন্ত্রী) নজর দিতে হবে দেশের গণতন্ত্রের দিকে। ওনার শুভেচ্ছা কামনা করছি। এই ঐতিহাসিক ক্ষণে দাওয়াত করেছেন, তাই ধন্যবাদ জানাচ্ছি।’ 

দাওয়াত পেয়েও বিএনপির না আসা প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, ‘একইভাবে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া উচিত ছিল। জামিন দিয়ে দাওয়াত দেওয়া উচিত ছিল। ভালো কাজ করেছেন, আসুক না। আমি (প্রধানমন্ত্রীকে) বলব, ঈদে গিয়ে দেখা করেন। ওনাদের ভালো কাজে আমি প্রশংসা করি। তবে বিএনপি কেন আসে নাই, এটা তাদের ব্যাপার। আমি কিছু বলব না।’

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক