হোম > জাতীয়

বিএনপি কি ২০০৮-এর নির্বাচন ভুলে গেছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০০৮ সালের নির্বাচনের ফলাফল বিএনপি ভুলে গেছে কি না, জানতে চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। নির্বাচনের ফলাফলটা কী ছিল? নির্বাচনের ফলাফল অনেকেই ভুলে গেছে। ওই নির্বাচনে ৩০০ সিটের কয়টা সিট বিএনপি পেয়েছিল? বিএনপি নেতারা ভুলে গেছে? বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছিল। ৩০০ সিটের মধ্যে। ২০০৮-এর নির্বাচনে জাতীয় পার্টি পেয়েছিল ২৭টা সিট।’

সরকারপ্রধান বলেন, ‘এত যে লাফালাফি, কিসের জন্য? ২০০৮ সালের নির্বাচনে এই রেজাল্ট। আপনারা কিসের জন্য লাফান?’

এ সময় শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে যুব মহিলা লীগের আন্দোলনের প্রশংসা করেন। যুব মহিলা লীগের নেতা-কর্মীরা বিএনপির ‘অবর্ণনীয় নির্যাতনের স্বীকার’ হয়েছেন বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘২৯ বছর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।’ এরপর সরকার গঠন করে আওয়ামী লীগ মানুষের সেবক হিসেবে কাজ শুরু করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

বিএনপির শাসনামলে দেশের দক্ষিণাঞ্চলে সাংবাদিকেরা যেতে পারত না, সংবাদ প্রচার করতে পারত না বলে জানান প্রধানমন্ত্রী।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করছেন।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির