হোম > জাতীয়

আবহাওয়া অধিদপ্তরের হ্যাক হওয়া ওয়েবসাইট পুনরুদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মধ্যরাত থেকে হ্যাক হওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটটি পুনরুদ্ধার হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে একটি হ্যাকার পেজ ওয়েবসাইটটির দখল নেয়। পরে আজ মঙ্গলবার সকাল থেকে এ বিষয়ে দক্ষ ইঞ্জিনিয়ারেরা কাজ করে সেটি পুনরুদ্ধার করেন। 

এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটটি উদ্ধার করা গেছে। হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত তা আমরা জানি না। ওয়েবসাইটে থাকা বিভিন্ন তথ্যের কোনো ক্ষতি করেছে কি না, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।’ 

সকাল থেকে প্রায় দুই ঘণ্টার বেশি সময় ওয়েবসাইটটি হ্যাকারদের দখলে ছিল বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা। 

এর আগে মঙ্গলবার সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি জানান সংস্থাটির উপপরিচালক শামীম হাসান ভূইয়া। তিনি বলেন, bmd. gov. bd নামের সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটির দখলে নেয় ‘ODIYAN 911’ নামের নামে একটি হ্যাকার পেজ। রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। এ ঘটনার পর আইটি টিম কাজ করছে। 

শামীম হাসান ভূইয়া আরও জানান, বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগলে সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল। সেখান থেকে ইংলিশ মোডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখাচ্ছিল। 

সকাল সাড়ে ৯টার দিকে অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। আমাদের ইঞ্জিনিয়াররা এটা নিয়ে কাজ করছেন। আশা করি খুব শিগগিরই পুনরুদ্ধার সম্ভব হবে।’

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল