হোম > জাতীয়

২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা একই দিনে পরিশোধের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে।

সাধারণত ব্যাংকারদের বেতন ২৩ মার্চের মধ্যে পরিশোধ হয়ে থাকে, যদিও কিছু ক্ষেত্রে কিছু ব্যাংক পরবর্তী কয়েক দিনের মধ্যে পরিশোধ করে, তবে তা মাসের শেষের আগেই সম্পন্ন হয়। এর আগে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৩ মার্চের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, মার্চ মাসের বেতন ও ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই নিয়ম অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এক চিঠির মাধ্যমে জানিয়েছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ২৩ মার্চের মধ্যেই তাঁদের বেতন পাবেন, একই দিনে পেনশনভোগীদের ভাতাও পরিশোধ করা হবে।

এদিকে, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ এপ্রিলও ছুটি থাকবে। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ব্যাংকও বন্ধ থাকবে, তবে কিছু শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হতে পারে।

বাংলাদেশে নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারি

এনইআইআর কার্যকর পেছাল ১৫ দিন

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড পরিবর্তন করে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু

ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার কারণেই হাদি গুলিবিদ্ধ: ফরহাদ মজহার

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়