হোম > জাতীয়

২৩ মার্চের মধ্যে ব্যাংকারদের বেতন পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা ২৩ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ভাতা একই দিনে পরিশোধের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে।

সাধারণত ব্যাংকারদের বেতন ২৩ মার্চের মধ্যে পরিশোধ হয়ে থাকে, যদিও কিছু ক্ষেত্রে কিছু ব্যাংক পরবর্তী কয়েক দিনের মধ্যে পরিশোধ করে, তবে তা মাসের শেষের আগেই সম্পন্ন হয়। এর আগে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ২৩ মার্চের মধ্যে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, মার্চ মাসের বেতন ও ভাতা যথাসময়ে পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই নিয়ম অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে এক চিঠির মাধ্যমে জানিয়েছে, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ২৩ মার্চের মধ্যেই তাঁদের বেতন পাবেন, একই দিনে পেনশনভোগীদের ভাতাও পরিশোধ করা হবে।

এদিকে, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ এপ্রিলও ছুটি থাকবে। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ব্যাংকও বন্ধ থাকবে, তবে কিছু শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হতে পারে।

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব