হোম > জাতীয়

মরিচের সংকট কাটাতে ছাদবাগান করার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র দাবদাহের পর টানা বর্ষণে মরিচখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটে মরিচের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন ভারত থেকে আমদানি শুরু হওয়ায় সারা দেশেই দাম কমে এসেছে। তবে বারবার এমন সংকটে যাতে না পড়তে হয়, সে জন্য সবাইকে ব্যক্তিগত উদ্যোগে মরিচ চাষ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে মরিচের সংকট নিয়ে কথা বলেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হয়। কেন করতে হবে? বর্ষাকালে খেতে পানি উঠে যাওয়ায় মরিচ তুলতে সমস্যা হয়। মরিচ পচে যায় সে জন্য সমস্যা হয়। এখন থেকে কিছু ব্যবস্থা নিজেদের করতে হবে। নিজেরাই আমরা গাছ লাগাব। উৎপাদন করব। ছাদবাগান অথবা ভাসমান বাগান, ঝুলন্ত বাগান। আমার এলাকায় কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমাদের ওখানে ভাসমান বাগান আছে। সেখানে সবজি হয়।’ 

গণভবনকে ছোটখাটো খামার বাড়িতে পরিণত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবই সেখানে উৎপাদন হয়। আমার ছাদেও মরিচগাছ আছে। সেখানে মরিচ হয়। এভাবে প্রত্যেকই যদি করি, তাহলে আমাদের পরমুখাপেক্ষী হতে হবে না। নিজেরা করবেন। অন্যকে উৎসাহিত করবেন।’

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি