হোম > জাতীয়

মরিচের সংকট কাটাতে ছাদবাগান করার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র দাবদাহের পর টানা বর্ষণে মরিচখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাজারে সরবরাহ সংকটে মরিচের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন ভারত থেকে আমদানি শুরু হওয়ায় সারা দেশেই দাম কমে এসেছে। তবে বারবার এমন সংকটে যাতে না পড়তে হয়, সে জন্য সবাইকে ব্যক্তিগত উদ্যোগে মরিচ চাষ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে মরিচের সংকট নিয়ে কথা বলেন শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আমাদের কাঁচা মরিচও আমদানি করতে হয়। কেন করতে হবে? বর্ষাকালে খেতে পানি উঠে যাওয়ায় মরিচ তুলতে সমস্যা হয়। মরিচ পচে যায় সে জন্য সমস্যা হয়। এখন থেকে কিছু ব্যবস্থা নিজেদের করতে হবে। নিজেরাই আমরা গাছ লাগাব। উৎপাদন করব। ছাদবাগান অথবা ভাসমান বাগান, ঝুলন্ত বাগান। আমার এলাকায় কিন্তু আমি শুরু করে দিয়েছি। আমাদের ওখানে ভাসমান বাগান আছে। সেখানে সবজি হয়।’ 

গণভবনকে ছোটখাটো খামার বাড়িতে পরিণত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সবই সেখানে উৎপাদন হয়। আমার ছাদেও মরিচগাছ আছে। সেখানে মরিচ হয়। এভাবে প্রত্যেকই যদি করি, তাহলে আমাদের পরমুখাপেক্ষী হতে হবে না। নিজেরা করবেন। অন্যকে উৎসাহিত করবেন।’

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা