ছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার পাঠানো একটি অগ্রবর্তী দল আজ বৃহস্পতিবার ঢাকা পৌঁছাতে পারে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্রসচিব জানান, মানবাধিকার সংস্থাটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার প্রধান রুরি ম্যানগোভেনসহ তিনজনের এই দলটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।
আন্দোলনের সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্তের মাধ্যমে কীভাবে বাংলাদেশকে সহায়তা দেওয়া যায় তা দলটি খতিয়ে দেখবে, এমনটা জানিয়ে মোমেন বলেন, যারা আসছেন তাদের অগ্রবর্তী দল হিসেবে বিবেচনা করা যায়। মূল দলটি পরে আসবে।
জাতিসংঘের হিসাবে আন্দোলনের সময় সহিংসতায় শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের প্রায় ৬৫০ নারী–পুরুষ নিহত হন। আহত হন কয়েক হাজার।