হোম > জাতীয়

করোনায় আরও ২১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ ভাইরাস পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩৯ জনের মৃত্যু এবং ১৫ হাজার ২৭১ জন আক্রান্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত মঙ্গলবার দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এটিই দেশে করোনায় এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৪৮টি সক্রিয় ল্যাবে ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ আসে ১৩ হাজার ৮৬২ জনের। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। যেখানে গতকাল এ হার ২৯ দশমিক ২১ শতাংশ জানানো হয়েছিল। 

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৬৫ জন। আর খুলনা বিভাগে ৩৬, চট্টগ্রাম বিভাগে ৫৩, রাজশাহীতে ১৩, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন। 

এক দিনে করোনায় মৃত ২১২ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৪, বেসরকারি হাসপাতালে ৪৮ জন, বাসায় মারা গেছেন ৯ জন। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১১৯ আর নারী ৯৩ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে ৯১-১০০ বছর বয়সী ৬ জন, ৮১-৯০ বছর বয়সী ১১ জন, ৭১-৮০ বছর বয়সী ৩২ জন, ৬১-৭০ বছর বয়সী ৬৯ জন, ৫১–৬০ বছর বয়সী ৪৮ জন, ৪১–৫০ বছর বয়সী ২৫ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১৫ জন এবং ২১–৩০ বছর বয়সী ৫ জন, ১১–২০ বছর বয়সী ১ জন রয়েছেন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৯৭৫ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫, যেখানে এখন পর্যন্ত করোনভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন। আর মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৬৭ জন করোনা রোগীর। 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিডে আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। 

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান