হোম > জাতীয়

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে কর্মচারীদের দাবি তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেন কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

কর্মচারীদের সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবি মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব দাবির বিষয়টি তাঁকে জানাবেন।

আজ বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে যান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েক জন সচিব। তাঁরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

এরপর ভূমি সচিব সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাঁরা কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়ে জানিয়েছেন। এখন এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি তুলে ধরবেন তিনি।

গতকাল মঙ্গলবার সচিবদের সঙ্গে বৈঠকে আন্দোলনরত কর্মচারীদের নেতারা সরকারি চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিলের দাবি জানান।

চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জাপান গেছেন প্রধান উপদেষ্টা। আগামী ৩১ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে আন্দোলনরত কর্মচারী নেতারা আজ দুপুরে ভূমি সচিবের সঙ্গে দেখা করে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে তাঁদের আলোচনার বিষয় সম্পর্কে জানবেন। এরপর অন্য কর্মচারীদের এ বিষয়ে জানাবেন তাঁরা।

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা