হোম > জাতীয়

প্রধান উপদেষ্টা দেশে ফিরলে কর্মচারীদের দাবি তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেন কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

কর্মচারীদের সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবি মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত সচিবেরা। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব দাবির বিষয়টি তাঁকে জানাবেন।

আজ বুধবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে যান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েক জন সচিব। তাঁরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

এরপর ভূমি সচিব সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাঁরা কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়ে জানিয়েছেন। এখন এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি তুলে ধরবেন তিনি।

গতকাল মঙ্গলবার সচিবদের সঙ্গে বৈঠকে আন্দোলনরত কর্মচারীদের নেতারা সরকারি চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিলের দাবি জানান।

চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে জাপান গেছেন প্রধান উপদেষ্টা। আগামী ৩১ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে আন্দোলনরত কর্মচারী নেতারা আজ দুপুরে ভূমি সচিবের সঙ্গে দেখা করে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে তাঁদের আলোচনার বিষয় সম্পর্কে জানবেন। এরপর অন্য কর্মচারীদের এ বিষয়ে জানাবেন তাঁরা।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির