হোম > জাতীয়

মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনীর প্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: আইএসপিআর

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দেশে ফিরলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান সৌদি বিমানবাহিনীর আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সফর করেন। এ সময় তিনি রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি সফর করেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে তিনি বিমানবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন।

বিমানবাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এতে পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিমানবাহিনীর প্রধান ৮ ফেব্রুয়ারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

গণভোট আইনসভায় নাগরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে: আলী রীয়াজ

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

সরকারি নীতির বিপরীতে কারখানার অনুমোদন

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মঞ্জুরুলের বিষয়ে রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

গাজায় সৈন্য পাঠানো নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার