হোম > জাতীয়

মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনীর প্রধান

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: আইএসপিআর

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দেশে ফিরলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান সৌদি বিমানবাহিনীর আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সফর করেন। এ সময় তিনি রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি সফর করেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে তিনি বিমানবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন।

বিমানবাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এতে পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিমানবাহিনীর প্রধান ৮ ফেব্রুয়ারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

হাদির জানাজা আগামীকাল জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে

হাদির মৃত্যুতে শোকাহত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

হাদির শহীদি মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা জুলাইয়ের চেতনার পরিপন্থী: সংস্কৃতি উপদেষ্টা

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতীয় পণ্য বয়কটের ডাক শাহবাগ থেকে

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ