হোম > জাতীয়

ঢাকায় গুতেরেস

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ আজ যাবেন কক্সবাজার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: পিআইডি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের বলেন, জাতিসংঘের মহাসচিব তাঁর রমজান মাসের সংহতি প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন।

এই সফরে রোহিঙ্গা সংকট ও এর সমাধানে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতা, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সমস্যার মতো দেশটি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

আজ শুক্রবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জাতিসংঘের প্রধান সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করবেন।

বৈঠকের পর গুতেরেস বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজার যাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম কক্সবাজার বিমানবন্দরে গুতেরেসকে অভ্যর্থনা জানাবেন।

জাতিসংঘের প্রধান শরণার্থীশিবিরে কয়েকটি সুযোগ-সুবিধা পরিদর্শন করবেন। যার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, মাল্টিপারপাস সার্ভিস সেন্টার ও একটি পাট উৎপাদন স্থাপনা। তাঁর রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দিনের শেষে গুতেরেসের সঙ্গে কক্সবাজারের কর্মসূচিতে যোগ দেবেন। দুই নেতা সেখানে রোহিঙ্গা, ইমাম ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন। গুতেরেস আগামীকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

আগামীকাল জাতিসংঘের মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করবেন, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন এবং জাতিসংঘের কর্মীদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন।

আগামীকাল বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কারপ্রক্রিয়ার ওপর একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন জাতিসংঘের মহাসচিব। তিনি যুবসমাজের সঙ্গে একটি সংলাপে অংশ নেবেন এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

এরপর গুতেরেস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস একই দিনে জাতিসংঘের প্রধানের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।

আগামী রোববার সকালে জাতিসংঘের মহাসচিব ঢাকা ত্যাগ করবেন।

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন