হোম > জাতীয়

নির্ধারিত সময়ে কাজ শেষ করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ: ইইউ রাষ্ট্রদূতকে আলী রীয়াজ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাতে এলে এ কথা জানান সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ তালিকার প্রজ্ঞাপন গত ৭ অক্টোবর জারি করা। সেখানে বলা হয় ৬ অক্টোবর থেকে ৯০ দিনের মধ্যে মতামত প্রতিবেদন দেওয়ার জন্য। সেই হিসেবে আগামী ৬ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা।

কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে অবহিত করেন। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।’

এ সময় ইইউ রাষ্ট্রদূত সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ

ডাক ও টেলিযোগাযোগের ১৫ বছরের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ

গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ ভিডিপি: মহাপরিচালক

গুম করে হত্যার পর দাফন করা হতো ঢাকার বাইরে, মুন্সিগঞ্জে দুই হাত বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ: কমিশন

প্রার্থীদের হলফনামা ‘সন্দেহজনক’ হলে খতিয়ে দেখবে দুদক

‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য পরিবেশন নিয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট