হোম > জাতীয়

নির্ধারিত সময়ে কাজ শেষ করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ: ইইউ রাষ্ট্রদূতকে আলী রীয়াজ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাতে এলে এ কথা জানান সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ তালিকার প্রজ্ঞাপন গত ৭ অক্টোবর জারি করা। সেখানে বলা হয় ৬ অক্টোবর থেকে ৯০ দিনের মধ্যে মতামত প্রতিবেদন দেওয়ার জন্য। সেই হিসেবে আগামী ৬ জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা।

কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারকে অবহিত করেন। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।’

এ সময় ইইউ রাষ্ট্রদূত সংবিধান সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সমর্থন রয়েছে। সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি