হোম > জাতীয়

৪৩তম বিসিএসে বাদপড়াদের দু-তিন দিনের মধ্যে নিয়োগ

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

৪৩তম বিসিএসে বাদ পড়াদের মধ্যে যারা তিন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কতজন নিয়োগ পাবেন তা দু-তিন দিনের মধ্যে জানা যাবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ৪৩তম বিসিএসে বাদ পাড়া প্রার্থীদের আবেদন পর্যালোচনায় সভার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান এসব তথ্য জানানা।

জনপ্রশাসন সচিব সাংবাদিকদের বলেন, ‘ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন (গোপন) অপরাধ সে করেছে, যেটা সামনে আসছে— এরা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তি শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।’

মোখলেস উর রহমান বলেন, ‘আজকে (বৃহস্পতিবার) যাদের নির্বাচিত করা হয়েছে, সে বিষয়ে একটি সামারি প্রধান উপদেষ্টার কাছে যাবে, রাষ্ট্রপতি পর্যন্ত সেই সামারি যাবে। সেখান থেকে ফাইল নামার পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি হবে।’

৪৩তম বিসিএসে বাদ পাড়া প্রার্থীদের নিয়োগের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, ‘এটা শুধু একটি ছেলে বা একটি মেয়ের বিষয় নয়, তার পরিবারের রুটি-রুজি, রোজগার (জড়িত)। অনেকেই এটার পরে বিয়ে করবে। বাবা-মার সংসার, চিকিৎসা, তাদের লালিত আশা-আকাঙ্ক্ষা.... তড়িৎ গতিতে যাতে (সিদ্ধান্ত) বাস্তবায়ন করা যায় সে জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ করবে। দুই-তিন দিনের মধ্যে তালিকা জানতে পারবেন।’

গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ জন এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনসহ ২৬৭ জনকে বাদ দিয়ে গত ৩০ ডিসেম্বর ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ করে সরকার।

এরপর থেকে বাদপাড়া প্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন জমা দেন তারা।

পরে বিজ্ঞপ্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলে, ইতোমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। তাদের আবেদন পর্যালোচনা করে অনেককে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

২০০৮ সালের নির্বাচনে হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো: দুদক চেয়ারম্যান

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু